ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: নান্দাইল পৌর এলাকায় শিয়ালের কামড়ে দুই জন আহত হয়েছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় এক নারী ও সন্ধা ৭.৩০ মিনিটের সময় এক কিশোরকে কামড়ায় শিয়াল।আহত ব্যক্তিদের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসার পর একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে জরুরী বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসা। অপরদিকে এক মধ্যবয়সী মহিলা শিয়ালের কামড়ে আহত হয়ে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসাধীন রয়েছে।আহত ব্যক্তিরা হলেন, নান্দাইল পৌরসভার ৭নং ওয়ার্ড আচারগাঁও এলাকার উত্তরপাড়া মহল্লার শ্রী বাবু চন্দ্র (২৭) ও পৌরসভার ৫নং ওয়ার্ডের অজ্ঞাতনামা এক মধ্য বয়সী নারী।স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে ব্যাডমিন্টন খেলার সময় হঠাৎ করেই আক্রমণ করে এক শিয়াল! এতে ব্যাডমিন্টন খেলতে আসা কিশোরকে কামড়ে গুরুতর আহত করে শিয়াল।অপরদিকে পার্শ্ববর্তী পৌরসভার ৫নং ওয়ার্ড এর বাসিন্দা একই দিন বিকালে নিজ বাড়িতে রান্না করার সময় শিয়ালের আক্রমণের শিকার হয়। বর্তমানে আহত নারী নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।
পৌর এলাকায় শিয়ালের উপদ্রব বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।শ্রী বাবু চন্দ্রকে শিয়াল কামড় দেওয়ার পরে স্থানীয় লোকজনের উদ্যোগে শিয়ালটিকে ধাওয়া করে এবং একপর্যায়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানান গেছে।
আপনার মতামত লিখুন :