ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫
শিল্পী আক্তারঃ রংপুর নারী ও শিশু বিষয়ক সম্পাদক
০৩ ফেব্রুয়ারি ২০২৪, সম্ভাবনাময় রংপুর অঞ্চলকে এগিয়ে নিতে বর্ণিল আয়োজনে পুলিশ লাইন্স মাঠ, রংপুরে পর্দা উঠলো মাসব্যাপী রংপুর শিল্প ও বাণিজ্য মেলার। শনিবার (০৩ ফেব্রুয়ারি,২৪) বিকেলে বেলুন ও পায়রা এবং ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী, এমপি। রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি মাসব্যাপী এ মেলার আয়োজন করেছে।
রংপুর চেম্বারের সভাপতি মোঃ আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি), মোঃ মনিরুজ্জামান, বিপিএম (বার), পিপিএম (বার), রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছাদ্দেক হোসেন বাবলু, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুরের পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর মহানগর শাখার আহ্বায়ক ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি মোঃ আবুল কাশেম, বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর জেলা শাখার যুুগ্ম আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর জেলা শাখার যুুগ্ম আহ্বায়ক মোঃ জয়নাল আবেদীন ও রংপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ও মেলা পরিচালনা কমিটির আহ্বায়ক আবু হেনা মোঃ রেজওয়ানুল করিম।
রংপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ও মেলা পরিচালনা কমিটির আহ্বায়ক আবু হেনা মোঃ রেজওয়ানুল করিম জানান, মেলা ঘিরে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে সবকিছু। মাসব্যাপী মেলায় থাকছে ৭টি প্যাভিলিয়নসহ ১১০ টি স্টল। স্টলগুলোতে থাকছে নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য, প্রসাধনী, জুতা, খেলনা, ক্রোকারিজ, হস্তশিল্প, তাতের শাড়ী, থ্রিপিস, গার্মেন্টস পণ্যসহ হরেক রকমের সুস্বাদু খাবারের দোকান। মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্যোক্তারা স্টলগুলোতে সাশ্রয়ী মূল্যে তাদের পণ্য সামগ্রী বিক্রয় করবে। শিল্প ও বাণিজ্য মেলা চলবে প্রতিদিন বেলা ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এবং মেলার প্রবেশ টিকিট মূল্য ধরা হয়েছে ২০ টাকা।
আপনার মতামত লিখুন :