ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫
মো:মোবারক হোসেন নাদিম বিশেষ প্রতিনিধি: লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পশ্চিম বেজগ্রাম নিকাড়ী পাড়ায় তার এক সুনামধন্য পরিবারে জন্ম হয়। জন্মের পর থেকে তার বাবা মা নাম রাখে মো:সিরাজুল ইসলাম পলাশ,তার ওই পরিবারের মধ্যে সে একজন বড় ছেলে তাই তার পরিবারের সকলেই তাকে অনেক সম্মান করে। তাই তার আশেপাশের গ্রাম ও মহল্লার মানুষ তাদের পরিবারের সকল মানুষকে শ্রদ্ধা সম্মান করে সিরাজুল ইসলাম পলাশ বর্তমান লালমনিরহাট জেলার সুনামধন্য একজন সাংবাদিক নিজ দায়িত্বে তার দক্কর সাথে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। মানুষের মতো মানুষ হও। নিজেকে যোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে নিরলস চেষ্টা চালিয়ে যাও। মহান আল্লাহ সদা তোমার সহায় হোন এই কামনায় করি তাই আমাদের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা ভালোবাসা রইল। ৷৷৷৷ শুভ শুভ জন্মদিন৷৷৷৷৷ তাই জন্মদিন একজন মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের একটি দিন। এই দিনটিতে প্রতিটি মানুষই তার কাছের এবং প্রিয় মানুষদের কাছ থেকে শুভেচ্ছা বাক্য প্রত্যাশা করে। প্রিয় মানুষের জন্মদিনে, তাকে উদ্দেশ্য শুভ জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, happy birthday wishes উক্তি, দোয়া, এসএমএস, কবিতা ইত্যাদি উপায়ে শুভেচ্ছা জানিয়ে, সহজেই তাদের মনে জায়গা করা যায়। আজকের এই পোস্টে বন্ধু, বেস্ট ফ্রেন্ড, বড় ভাই, ছোট ভাই, প্রিয় মানুষ ইত্যাদি সকলের জন্য শুভেচ্ছা সবচেয়ে সেরা বাক্যগুলো পাবেন। আপনার জন্য সঠিক এবং উপযুক্ত বাক্যটি বাছাই করতে সম্পূর্ণ পোস্ট টি দেখুন।আজকের আকাশে অনেক তারা দিন ছিল সূর্যে ভরা আজকের জোছনাটা আরও সুন্দর সন্ধ্যাটা আগুন লাগা আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা মুখরিত হবে দিন গানে-গানে আগামীর সম্ভাবনায় তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়। তাই অনাগত ক্ষণ হোক আরও সুন্দর উচ্ছল দিন কামনায়, আজ জন্মদিন তোমার, তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল, তোমার জন্য হাসে অগনন স্নিগ্ধ বিকেল ভালোবাসা নিয়ে নিজে তুমি ভালোবাসো সব সৃষ্টিকে ভালোবাসা নিয়ে নিজে তুমি,ভালোবাসো সব সৃষ্টিকে তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায় তাই অনাগত ক্ষণ হোক আরও সুন্দর উচ্ছল দিন কামনায় আজ জন্মদিন তোমার। তোমার জন্য ফোটে পৃথিবীর সব গোলাপ,তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ আলোকিত হয়ে নিজে তুমি আলোকিত কর পৃথিবীকে আলোকিত হয়ে নিজে তুমি। আলোকিত কর পৃথিবীকে তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়,তাই অনাগত ক্ষণ হোক আরও সুন্দর উচ্ছল দিন কামনায় আজ জন্মদিন তোমার। আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা আজকের জোছনাটা আরও সুন্দর সন্ধ্যা আগুন লাগা, আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা, মুখরিত হবে দিন গানে-গানে আগামীর সম্ভাবনায় তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়, তাই অনাগত ক্ষণ হোক আরও সুন্দর উচ্ছল দিন কামনায় আজ জন্মদিন।
আপনার মতামত লিখুন :