ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

গণসংযোগে ব্যস্ত নৌকার মনোনয়ন প্রত্যাশী এমডি আতাউর রহমান প্রধান

এফ আই রানা,পাটগ্রাম(লালমনিরহাট)প্রতিনিধি: প্রকাশিত: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৫৪ অপরাহ্ণ

গণসংযোগে ব্যস্ত নৌকার মনোনয়ন প্রত্যাশী এমডি আতাউর রহমান প্রধান
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লালমনিরহাট-১(পাটগ্রাম হাতীবান্ধা) আসনে ২য় দিনের মত স্থানীয় ব্যক্তিদের নিয়ে গণসংযোগ, লিফলেট বিতরণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ড স্থানীয় ভোটারদের মাঝে তুলে ধরেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সোনালী ব্যাংক এর সাবেক এমডি আতাউর রহমান প্রধান।বিগত দিনগুলোতে তিনি সামাজিক কর্মকাণ্ড চালিয়ে গেলেও এবার সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন । এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর ২ টা থেকে সন্ধান ৬ টা পর্যন্ত পাটগ্রাম উপজেলার বাউরা,জোংড়া ও জগতবের ইউনিয়নের বিভিন্ন গ্রামগঞ্জে ও হাট – বাজারে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ, প্রচারণা লিফলেট বিতরণ করেন।এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বি-নির্মাণে নৌকাকে জয়ী করতে আহ্বান করেন। স্থানীয় লোকজনও সাবেক এমডি আতাউর রহমানকে নির্বাচনের মাঠে দেখে আবেগ আপ্লূত হয়ে নৌকায় আবারও ভোট দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় ভোটারগণ নৌকা স্লোগানে আতাউর রহমানকে বরণ করেন।