
সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান: নওগাঁর নিয়ামতপুরে ক্ষমতার দাপট দেখিয়ে একটি (DDW) গভীর নলকূপের আন্ডার গ্রাউন্ড ড্রেনের গ্যাস লাইন বন্ধ করে দিয়েছে এলাকার প্রভাবশালী একটি কুচক্রী মহল। এতে করে পানি না পেয়ে বোরো ধান চাষ নিয়ে চরম হতাশায় পড়েছেন প্রায় শতাধিক কৃষক। নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের বালিচাঁদ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুর রহিম বাদী হয়ে নিয়ামতপুর থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, বালিচাঁদ গ্রামের মৃত সুলতান মন্ডলের ছেলে হাবিবুর রহমান, নূর হোসেন এবং হাবিবুরের ছেলে আরিফুল ইসলাম, নূর হোসেনের ছেলে রুবেল হোসেন ও শামসুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন ক্ষমতার দাপট দেখিয়ে গভীর নলকূপের আন্ডারগ্রাউন্ড ড্রেনের গ্যাস পাইপ বন্ধ করে দেন। এতে করে ওই গভীর নলকূপের পানি সেচ কার্যক্রম বন্ধ রয়েছে। ভুক্তভোগী আব্দুর রহিম বলেন, থানায় অভিযোগ করে এক মাস পেরিয়ে গেলেও কোন সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করেনি থানা পুলিশ। তিনি আরো বলেন, ১৬সাল থেকে শান্তিপূর্ণভাবে গভীর নলকূপটি পরিচালনা করে আসছি। প্রায় ৮০ বিঘা জমিতে সেচ দিয়ে কৃষকের ফসল ফলাতে সহায়তা করে আসছি। কিন্তু একটি কুচক্রী প্রভাবশালী মহল উদ্দেশ্য প্রণীতভাবে আমি সহ কৃষকের ক্ষতির সাধনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরেজমিনে ঘটনাস্থলে গেলে ভুক্তভোগী কৃষকরা জানান, ইতিপূর্বেও পানির সমস্যায় আমন ধানে ব্যাপক ক্ষতি হয়েছে আমাদের। বর্তমানে পানি একেবারেই বন্ধ থাকায় বোরো ধান চাষ নিয়ে আমরা চরম হতাশায় রয়েছি। আমারা খুব দ্রুত সময়ে মধ্যে সুষ্ঠু সমাধান চাই। এ ব্যাপারে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাইদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি দুই পক্ষকে ডাকা হয়েছে একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য। # সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান ১৯ জানুয়ারী ২০২৪ ফোন: ০১৭৬১-৮৯৯১১৯
আপনার মতামত লিখুন :