ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

নতুন কর্মী নিয়োগ চুক্তিতে রানার গ্রুপ এবং কোর সার্চ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৪:৪৩ অপরাহ্ণ

নতুন কর্মী নিয়োগ চুক্তিতে রানার গ্রুপ এবং কোর সার্চ সদ্য গ্রাজুয়েট নিয়োগের জন্য রানার গ্রুপ গত ১৪ ডিসেম্বর, ২০২৩ কোরসার্চ এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে। কোরসার্চ এই চুক্তির মাধ্যমে রানার গ্রুপকে ট্রেনিং প্রাপ্ত (জব প্লেসমেন্ট ট্রেনিং এর মাধ্যমে) গ্রাজুয়েট এবং ইন্টার্ন নিয়োগে সহায়তা করবে। ঢাকার তেজগাঁও অবস্থিত রানার গ্রুপের প্রধান কার্যালয়ে এই চুক্তি সম্পন্ন হয় এবং চুক্তিতে স্বাক্ষর করেন রানার গ্রুপের পরিচালক রুদাবা তাজিন এবং কোরসার্চের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কাজী নাঈম। নিয়োগ চুক্তির পাশাপাশি রানার গ্রুপ তার ভবিষ্যতের দক্ষ মানব সম্পদ গড়তে বিভিন্ন কর্মমুখী শিক্ষার ব্যাপারে কোর সার্চের সাথে কাজ করবে। চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানার গ্রুপের মানব সম্পদ বিভাগের প্রধান শাহ মোঃ রিজভী রনি, কোর সার্চের প্রকল্প সমন্বয়কারী আরিফ ফয়সাল ইমন এবং দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।