ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫
অজিত দাস, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানের ট্রাস্ট সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির উদ্যোগের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। (১৬ ডিসেম্বর) সকাল সাত ৭. ৩০ মিনিটের সময় পতাকা উত্তলনের মাধ্যমে বিজয় দিবস শুরু হয়। সকল সাড়ে নয়টায় অফিসের সামনে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম করেন চা বাগানের বীর মুক্তিযোদ্ধা যাদব কেওট, রামসুজন ভর সাবেক ইউপি সদস্য বুটন রিকমুন,অএ বাগানের বিশিষ্ট রাজনীতিবিদ মিঠুয়া রবিদাস (দাসু) ব্রাঞ্চ ম্যানেজার বিনয় কুমার পাল,সুমন রিকমুন, সুধন তন্তবায় , দীপক রায়,অভিজিত কুর্মী, সজিব রায়,দীপন কুর্মী,মহনলাল রবিদাস ,রবি মুন্ডা, সনজিত কুর্মী, রমেন কুর্মী,ও মনা ব্যানোর্জী, দীপক বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতি বক্তব্য রাখেন ঋণদান সমবায় সমিতির মহা পরিচালক সোহেল কুর্মী, যুবলীগের সভাপতি রাংগা চরন সাঁওতাল,প্রেমলাল রবিদাস,ও সাংবাদিক অজিত দাস,নিউ সমনবাগ চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি কন্দ মুন্ডা, সাবেক পঞ্চায়েত কমিটির সভাপতি নারায়ণ কালোয়ার, বদরুল ইসলাম (বদর) ও রিপন বৈদ্য। এসময় আরো উপস্থিত ছিলেন অএ প্রতিষ্ঠানের উপদেষ্টা মন্ডলি দেওনারায়ন রবিদাস, হরেন কুর্মী, দুলাল চাষা,শচীন রায়, দীপক কুর্মী, অমল স্বর্ণকার ,আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শরীরচর্চা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার খেলাদুলা আকর্ষণীয় ডিসপ্লে প্রদর্শন করেন। দুপুর ১২টার সময় সমগ্র চা বাগানে বিজয় মিছিল বের করা হয়।এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস পালন করা হয়।
আপনার মতামত লিখুন :