ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫
সুনামগঞ্জ ব্যুরো প্রধান: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের ৫ আসনের ছাতক ও দোয়ারা বাজারের একমাত্র আওয়ামী লীগের বৈধ মনোনীত প্রার্থী ভাটিবাংলার গণমানুষের একমাত্র আস্তার প্রতীক, বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ব্যক্তি জনগণের নেতা জননেতা মুহিবুর রহমান মানিক এমপি কে এবার মন্ত্রী হিসেবে দেখতে চায় উদীয়মান তরুণ যুবলীগ নেতা আব্দুস ছামাদ খান। উদীয়মান তরুণ যুবলীগ নেতা আব্দুস ছামাদ খান, উনার সংক্ষিপ্ত পরিচিতি: তিনি একজন মুক্তিযুদ্ধা পরিবারের এবং আওয়ামী লীগ পরিবারের সন্তান, জন্মসূত্রে তিনি দেশের বৃহত্তম সংগঠন আওয়ামী লীগের অন্যতম সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন, এরপর ক্রমান্বয়ে যুবলীগের নেতা হন,এবং এখন বর্তমানে তিনি আওয়ামী লীগের যুবলীগের সাথে জড়িত এবং নিয়মিত একজন কর্মী। তার দাদা ছিলেন উত্তর অঞ্চলের জন্য একজন সৎ সাহসী বীর মুক্তিযোদ্ধা, উনার নাম ছিল বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন কমান্ডার, তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে দেশ কে স্বাধীনতা এনে দিয়েছিলেন। আব্দুস ছামাদ খান বলেন, এই বিজয়ের মাসে আমি শ্রদ্ধার সাথে স্বরণ করছি আমার দাদা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন কমান্ডারসহ দেশের সকল মুক্তিযোদ্ধাদের, যাদের আত্না ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ। এই সুত্র ধরেই সে এবং তার পুরা পরিবারের সবাই আওয়ামীলীগের সাথে জড়িত। আব্দুস ছামাদ খান বলেন, আমি লেখা পড়া অবস্থায় ছাত্ররাজনীতি করেছি এবং আমি আমার এলাকায় কাজ করেছি আওয়ামী লীগের হয়ে, এলাকার অভাবি অনাহারী গরীব দুঃখী এতীম মিসকিন অসহায় হতদরিদ্র পরিবারের পাশে নিজ থেকে দাঁড়িয়েছি সেবা করেছি। আমি একজন সক্রিয় ছাত্রলীগের কর্মী ছিলাম, এবং দায়িত্ব ও কর্তব্য যথাযথ পালন করেছি। তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন পর্যন্ত এলাকার রাজনীতির সাথে জড়িত ছিলাম। এরপর কিছু দিনের জন্য রিজিক অন্বেষণের জন্য দেশ ছেড়ে বিদেশে অবস্থান করেছি সেখানেও আমি আওয়ামী লীগের জন্য জান প্রাণ উজাড় করে কাজ করেছি। আব্দুস ছামাদ খান আরও বলেন, আমি যখন ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলাম তখন থেকেই দেখতেছি যে গণমানুষের নেতা জননেতা মুহিবুর রহমান মানিক কে এমপি হিসেবে দায়িত্ব ও কর্তব্য পালন করে আসছেন, এবার আমাদের যুবকদের একটাই আস এবং একটাই চাওয়া অন্ততপক্ষে একবারের জন্য হলেও মানিক ভাই কে মাননীয় মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী হিসেবে দেখতে চাই। তিনি আরও বলেন, আমাদের ছাতক ও দোয়ারা বাজারে তিনি মুহিবুর রহমান মানিক অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, এতে আমরা ছাতক বাজার এবং দোয়ারা বাজার বাসি অত্যন্ত খুশী। এবার আমরা আর তেমন কোন কিছু আসা করি না, আমরা চাই শুধু উনাকে মন্ত্রী হিসেবে দেখতে। আমাদের যুবকদের একটাই দাবি, একটাই চাওয়া বারবার নির্বাচিত এমপি কে মন্ত্রী হিসেবে দেখতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হউক মহিবুর রহমান মানিক ভাইয়ের, জয় হউক বাংলাদেশ আওয়ামী লীগের। ভোট কেন্দ্রে এসে নৌকা প্রতীকে ভোট দিন, দোয়া চাই সকলের, ভোট চাই ভোটারের, আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে মুহিবুর রহমান মানিক কে জয়যুক্ত করুন, উন্নয়নের ধরা অব্যাহত রাখুন।
আপনার মতামত লিখুন :