ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
মোঃ “”মুকুল হোসেন”” (“স্টাফ রিপোর্টার”:– আজ ১৬ ডিসেম্বর ৫২তম “মহান বিজয় দিবস” উপলক্ষে আমি “কুষ্টিয়াসহ” দেশবাসীকে আন্তরিক “শুভেচ্ছা” ও “অভিনন্দন” জানাচ্ছি ও কামনা করছি তাঁদের “সুখ”, “শান্তি”, “সমৃদ্ধি ও কল্যাণের”। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি নির্ভিক বীর শহীদদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন মাতৃভূমি। আমি স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরাধীনতার হাত থেকে দেশের বিজয় অর্জনে যেসব মা-বোন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন- আমি তাদের জানাই “সশ্রদ্ধ সালাম ও বিনম্র শ্রদ্ধা”। দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে ১৯৭১ সালের এই দিনে পাক হানাদারের কবল থেকে মুক্ত হয় আমাদের প্রিয় মাতৃভূমি। বীর শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। নয় মাস রক্তক্ষয়ী সর্বাত্মক যুদ্ধের পর ১৬ ডিসেম্বর গৌরবময় বিজয়ের মাধ্যমে স্বাধীন জাতি হিসেবে বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হয়। এই দিনে নিজ পরিচয়ে আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। বীরের জাতি হিসেবে পৃথিবীর মানচিত্রে “বাংলাদেশ” নামে একটি স্বাধীন ভূখন্ডের অস্তিত্ব প্রতিষ্ঠার চিরস্মরণীয় দিন ১৬ ডিসেম্বর। মুক্তির জয়গানে মুখর জাতি শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান সেই অকুতোভয় বীরদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এ বিজয়। ১৬ই ডিসেম্বর-লাখো শহীদের রক্তমাখা প্রাণ/ বিজয় তুমি শাশ্বত বাংলার সোনালি ফসল-“সরিষা ফুলের ঘ্রাণ”। মহান বিজয় দিবসে কবির কবিতার এই চিত্রপট যেন বর্ণিলভাবে ফুটে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিজয়ের আনন্দে উদ্ভাসিত হয়ে মেতে উঠেছে গোটা বাঙালি জাতি। মহান বিজয়ের এ দিনে আমি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই। বিজয় দিবস উপলক্ষে আমি সকল কর্মসূচীর সাফল্য কামনা করছি। ★★★”শুভেচ্ছান্তে”★★★ মোঃ “মুকুল হোসেন” পেশাঃ “গণমাধ্যমকর্মী” ও “মানবাধিকার কর্মী”
আপনার মতামত লিখুন :