ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
চয়ন কুমার রায় লালমনিরহাট জেলা প্রতিনিধি: শ্মশানের জায়গা দখল করতে আইয়ুব আলীর অপকৌশল।মাঝখানে ১৩ শতাংশ জমির ওপর হিন্দু জনগোষ্ঠির ব্যবহৃত শ্মশান। শ্মশানের জায়গাটির চারদিকের জমির মালিক আই য়ুব আলী (৫৫)। তিনি শ্মশানের জায়গাটি নিজ দখলে নিতে চেষ্টা করছিলেন দীর্ঘদিন ধরে। অবশেষে তিনি অপকৌশল অবলম্বন করে শ্মশানের চারদিকে খাল খনন করেছেন। এ কারনে শ্মশানে যাতায়াত বন্ধ হয়েছে। এতে নিরুপায় হয়ে পড়েছেন শ্মশান ব্যবহারকারী হিন্দু জনগোষ্ঠির মানুষজন। গত মঙ্গলবার ও বুধবার আইয়ুব আলী এক্সেভেটর দিয়ে শ্মশানের চারদিকে খাল খনন করেছেন। এ ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী গ্রামে। স্থানীয় লোকজন বলেন, সরকারি রাস্থা থেকে শ্মশানের দূরত্ব প্রায় ৩০ মিটার। শ্মশানের জায়গাটির চারপাশের জমির মালিক আইয়ুব আলী। শ্মশানে যাতায়াত করতে একটি রাস্তার জন্য এক শতাংশ জমি দান অথবা বিক্রির প্রস্তাবনা ছিলো আইয়ুব আলীর কাছে। কিন্তু তিনি তা না করে উল্টো শ্মশানের জায়গা দখলে নিতে অপকৌশল অবলম্বন করেছেন। শ্মশানের চারদিকে খাল খনন করায় স্থানীয় হিন্দু জনগোষ্ঠির লোকজন শ্মশানে যাতায়াত করতে পারছেন না। আইয়ুব আলী এ অপকৌশল অবলম্বন করায় তিনি প্রতিহিংসা, প্রতিশোধ, আক্রমনাত্মক, অমানবিক, নির্মমতা ও সাম্প্রদায়িক চরিত্রের অবতরনা করেছেন বলে তারা জানান। শ্মশান পরিচালনা কমিটির সভাপতি রবীন্দ্র নাথ রায় বলেন, শ্মশানের চারদিকে খাল খনন না করতে তারা আইয়ুব আলীকে বিনয়ের সাথে অনুরোধ করেছিলেন কিন্তু তিনি তা শুনেননি। শ্মশানের চারদিকে খাল খনন করায় তারা শ্মশানে যাতায়াত করতে পারছেন না। ‘আমাদেরকে শ্মশানে যাতায়াতের জন্য রাস্তা দেওয়ার কথা ছিলো আইয়ুব আলীর। তিনি তা না করে উল্টো শ্মশানের জায়গা দখলে নিতে অপকৌশল অবলম্বন করেছেন। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে,’ তিনি বলেন। আইয়ুব আলী বলেন, তিনি শ্মশানের জায়গা দখলে নিতে কোন অপকৌশল অবলম্বন করেননি। মাছচাষ করতে তিনি তার জমিতে পুকুর খননকাজ শুরু করেছেন। ‘আমি আমার জমিতে পুকুর খনন করছি। এতে যদি কারো কোন সমস্যা হয় এটা তাদের ব্যাপার। আমি বেআইনী কোন কাজ করছি না,’ তিনি বলেন। ‘আমি শ্মশানে যাতায়াত করতে রাস্তার জন্য কোন জায়গা দিতে রাজি ছিলাম না। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে,’ তিনি বলেন।
আপনার মতামত লিখুন :