ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
স্বপন রবি দাশ,জেলা প্রতিনিধি হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ অনলাইন প্রেস-ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা’র নবীগঞ্জ প্রতিনিধি তাজুল ইসলাম এর উপর অতর্কিত হামলা চালায়,গালিব’নুর ফিলিং ষ্ট্যাশনের পরিচালক সজিব ও তার কর্মী’রা। গত মঙ্গলবার(১২ডিসেম্বর)রাত ১২: ১০মিনিটের সময় ঘটনা’টি ঘটে। সাংবাদিক তাজুল ইসলাম প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবারে ও তার নিজ ব্যবসা প্রতিষ্টান জান্নাত স্টোর বন্দ করে, নিজ বাড়ি উদ্দেশ্য বেড়িয়ে যান, জান্নাত স্টোরের সামনে থাকা, রশীদ ফিলিং ষ্ট্যাশনে গত কয়েক মাস ধরে প্রেট্রোল না থাকায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের(কান্দিগাও) ঢাকা সিলেট মহাসড়কের পাশে গালিব’নুর ফিলিং ষ্ট্যাশন যান প্রেট্রোলের জন্য, সেখানে গিয়ে তিন”শত টাকার পেট্রোল ক্রয় করে সাংবাদিক তাজুল ইসলাম, গালিব’নুর ফিলিং ষ্ট্যাশনের কর্মী জাকিরের হাতে ১০০/- টাকার নোট দেন, ৩টি নোটের মধ্যে ১টি নোটে সামান্য একটু ছেড়া থাকায় অচল বলে জাকির, তখন তিনি বলে জাকির এইটায় তো কোনো তালি-তুলি নায় রে ভাই, অচল কেনো বলছিস নোট এইটা, তখনি জাকির সাংবাদিক তাজুল ইসলাম কে বলে, তরে কইছি নোট এইটা পাল্টায়া দিতে, উল্টা-পাল্টা মাতছ কিতা’রে বলেই তাজুল ইসলামের গায়ে হাত তুলে জাকির। হাত তুলার বিষয়টি গালিব’নুর ফিলিং ষ্ট্যাশনের পরিচালক সজিব’কে জানালে সজিব বলে, তরে গাত হাত তুলছে, এখন তর কল্লা কেটে বিশ্ব রোডে ফেলে রাখবো, বলেই সজিব তার ফিলিং ষ্ট্যাশনের কর্মী”দের হুকুম দিয়ে বলে আমারে হাত-পা কেটে মহা সড়কে ফেলে দেওয়ার জন্য, সজিবের হুকুম পেয়েই কর্মী’রা আমাকে দেশীয় অস্ত্র-শস্র দিয়ে আমাকে বেধড়ক মারধর করতে থাকে, আমার সুর-চিৎকার শুনে আশ-পাশের লোকজন এসে তৈল চুরা সজিবের নিকট থেকে উদ্ধার করে। আমি ঘটনাস্থল থেকে’ই, বিষয়টি নবীগঞ্জ থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: মাসুক আলী কে জানালে, তিনি গোপলার বাজার পুলিশ ফাঁড়ি’র নাইট ডিউটি’তে থাকা অফিসার কে নির্দেশ দেন, তাৎক্ষণিক পুলিশ গিয়ে ঘটনা’টি দেখেন, এবং পুলিশ ও স্থানীয় লোকজনের মাধ্যমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন আমাকে। এহেন বিষয়”টি সাংবাদিক তাজুল ইসলাম বাদি হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগে সজিব ও তার ৩/৪ জন কর্মচারীর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে নবীগঞ্জ থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী মাসু’কি বলেন, ঘটনাটি আসলেই খুবই দুঃখজনক, যেহেতু আমরা অভিযোগ পেয়েছি, সততা যাচাই করে, আমরা আমাদের কাজ চালিয়ে যাব।
আপনার মতামত লিখুন :