ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

খাগড়াছড়ির ৭জন পেলেন সেরা করদাতা সম্মাননা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ১২:০৩ অপরাহ্ণ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে দীর্ঘ সময় করদাতা ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন মো. সাহাব উদ্দিন ও উজ্জ্বল কুমার ধর। সর্বোচ্চ করদাতা ক্যাটেগরিতে মো. নুর আলম, এস অনন্ত বিকাশ ত্রিপুরা ও মোসাম্মৎ ফরিদা আক্তার, সর্বোচ্চ নারী করদাতা ক্যাটেগরিতে বিউটি দেব এবং তরুণ ক্যাটাগরিতে মো. জাহাঙ্গীর আলম বাদশাসহ ৭জন সম্মাননা পেয়েছেন। মঙ্গলবার(১২ ডিসেম্বর) নগরের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে চট্টগ্রাম আয়কর বিভাগ আয়োজিত অনুষ্ঠানে সেরা করদাতাদের সম্মাননা ও সনদপত্র দেয়া হয়। বাণিজ্যিক নগর চট্টগ্রামে গত ২০২২-২৩ করবর্ষের জন্য চার ক্যাটাগরিতে ৪২ সেরা করদাতাকে সম্মাননা জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার। চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কর কমিশনার মো. শাহাদাৎ হোসেন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহাবুবুল আলম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওমর হাজ্জাজ এবং চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক সুরেশ বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহম্মদ মামুন। প্রসঙ্গত, ২০২২-২৩ কর বর্ষে চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম জেলা, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারে চার ক্যাটাগরিতে ৪২ জন সেরা করদাতাকে সম্মাননা প্রদান করা হয়।