ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
” শুভসাহা,বিশেষপ্রতিনিধি: সারাদেশের ন্যায় টাঙ্গাইলে মহান বিজয় দিবস উপলক্ষে শিশু-কিশোরদের জন্য মুক্তিযুদ্ধের গল্প শোনার আয়োজন করা হয়েছে। আজ বুধবার (১৩ই ডিসেম্বর) সকালে সদর উপজেলার চৌরাকররা গ্রামে ‘বাতিঘর আদর্শ পাঠাগার’ বীর মুক্তিযোদ্ধার মুখ থেকে সরাসরি মুক্তিযুদ্ধের গল্প শোনার আয়োজন করেন। এ অনুষ্ঠানে ১১ নং সেক্টর এর ২৭নং কোম্পানির বীর মুক্তিযোদ্ধা মোঃ সামছুল হক তার মুক্তিযুদ্ধের বীরত্বগাথা ও ইতিহাস শিশুকিশোর মাঝে তুলে ধরেন। বীরমুক্তিযোদ্ধা সামসুল হক বলেন,দেশকে এগিয়ে নিতে হলে নতুন প্রজন্মের মধ্যে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দিতে হবে। তবেই আমাদের আগামীদিনের ভবিষ্যৎ প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। মুক্তিযুদ্ধের গল্প শুনতে আসা শিক্ষার্থীরা বলেন, আমরা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে একজন বীর মুক্তিযোদ্ধার মুখ থেকে সরাসরি শুনতে পেরেছি। আমাদের খুবই ভালো লাগছে। এমন সুন্দর আয়োজনের জন্য বাতিঘর আদর্শ পাঠাগার কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। ওই সময় উপস্থিত ছিলেন বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মোঃ শাহজাহান, পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুজ্জামান, উপদেষ্টা জহের আলী, সদস্য মনসুর হেলাল, সাজ্জাদ হোসেন, লিখন আহমেদ ও অন্যান্য সদস্যবৃন্দ। উল্লেখ্য, ‘এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি’ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণু-পাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে বলে তথ্য সুনিশ্চিত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :