ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
টি আই, মাহামুদ, আলীকদম উপজেলা প্রতিনিধিঃ
আলীকদম সেনা জোনের আওতাধীন বিভিন্ন প্রাতিষ্ঠান ও ব্যাক্তি (পরিবার) পর্যায়ে ২,৫১,৩১২.০০ (দুই লক্ষ একান্ন হাজার তিনশত ১২) টাকা অনুদান প্রদান করা হয়েছে।
অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি আলীকদম সেনা জোন কমান্ডার জনাব, শওকাতুল মোনায়েম পিএসসি বলেন, এই পার্বত্যাঞ্চলের শান্তি- শৃঙ্খলা রক্ষাসহ এলাকার আর্ত সামাজিক উন্নয়নের সহযোগী হিসেবে আলীকদম সেনা জোন সর্বদাই আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে।
সেই সাথে আলীকদম সেনা জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ এবং দুস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।
এবার অনুদান প্রাপ্তির তালিকায় রয়েছে আলীকদম সেনা জোনের আওতাধীন আলীকদম ও লামা উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, নৈশ প্রহরী, উপজাতীয় ছাত্রাবাস, উপজাতীয় মুসলিম কল্যান সংস্থা, আলীকদম মুরং কল্যান ছাত্রাবাস-সহ বিভিন্ন প্রাতিষ্ঠান।
উল্লেখ্য যে, আলীকদম সেনা জোন কতৃক প্রতি মাসেই এসকল প্রতিষ্ঠানকে অনুরূপ অনুদান প্রদান করা হয়ে থাকে।
আপনার মতামত লিখুন :