ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫
আশরাফুল আলম, স্টাফ রিপোর্টারঃ মাধবদী থানা কৃষক লীগের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষক লীগের সংগ্রামী সভাপতি আসাদুজ্জামান আসাদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব এডঃ নজরুল ইসলাম রিপন , সভাপতিত্ব করেন মাধবদী থানা কৃষকলীগ এর সংগ্রামী সভাপতি মোঃ খায়রুল ইসলাম খান, উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের সাবেক সদস্য জনাব মো: মনিরুজ্জামান ভুইঁয়া মনির, সঞ্চালনায় ছিলেন মাধবদী থানা কৃষকলীগ সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন।উক্ত সভায় উপস্থিত ছিলেন মাধবদী থানার অন্তর্গত সকল ইউনিয়নের কৃষকলীগ,ও মাধবদী থানা কৃষক লীগের সকল নেতৃবৃন্দ।
উক্ত সভা বক্তারা দ্বাদশ জাতীয় নির্বাচন ৭ জানুয়ারিকে সামনে রেখে বিভিন্ন দিকনির্দেশনামূল বক্তব্য রাখেন। বক্তারা আরো বলেন নৌকার ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য সৎ যোগ্য ব্যক্তিকে বিজয় করার লক্ষ্যে মাঠে থাকবে সব সময় মাধবদী থানা কৃষক লীগের নেতৃবৃন্দ।
প্রথম কার্যকরী সভায় সমাপনী বক্তব্যে মাধবদী থানা কৃষক লীগ সংগ্রামী সভাপতি আরো অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন সব সময় ন্যায় যোগ্য প্রার্থীর পক্ষে থাকবে।
আপনার মতামত লিখুন :