ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

গোবিন্দগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের দাফন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ১:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধিঃ এম টি আই আহাদ মাহমুদ

গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউপির আমতলী গ্রামের বাসিন্দা সাবেক থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হালিম (বিডিআর) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পর্ণ হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) বিকালে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের আমতলি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে গার্ড অব অনার দেওয়া হয়। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া তার মরদেহে পুষ্পমাল্য অর্পন করেন। এ সময় গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ শামসুল আলম শাহ নেতৃত্বে একটি চৌকশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আজাদ।

এসময় (ইউএনও) রাসেল মিয়া বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মোল্লার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হালিমের নামাজে জানাজা শেষে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের আমতলি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।