ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

মিঠাপুর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ১:০৯ পূর্বাহ্ণ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে আগামী ১৪ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী ও ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৮ডিসেম্বর বিকালে উপজেলার মিঠাপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। দিবস দুটি যথাযথ মর্যাদায় পালন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষে মিঠাপুর ইউনিয়ন আওয়ামীলীগ এই বর্ধিত সভার আয়োজন করে। এর আহবানে ছিলেন মিঠাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন।

মিঠাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শ্রী অতুল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নৌকা মার্কার মনোনীত প্রার্থী নওগাঁ জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য ও সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সৌরেন।

বদলগাছী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ইমামুল আল হাসান তিতুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, যুগ্ন সাধারণ-সম্পাদক গোলাম সাকলায়েন সুবেল,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শ্রী ভগিরত কুমার মণ্ডল, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম খান, সহ আরও অনেকে।
এসময় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচারও প্রকাশনা বিষয়ক সম্পাদক পলাশ,কোলা ইউপির চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রুবেল হোসেন, শ্যামল, মথুরাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পরিমল চন্দ্র,ইউপি সদস্য আনিসুর রহমান, ও কোলা ইউপি সদস্য সুহেল হোসেন, মমতাজ বেগম,বদলগাছী সরকারি বঙ্গবন্ধু মহাবিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সালমান হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিশেষে সভায় উপস্থিত সকলে সারাদেশে আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যে অভূতপূর্ব উন্নয়ন করেছে, সেসব উন্নয়ন চিত্র তুলে ধরে জনগণের মাঝে ব্যাপকভাবে প্রচার করে নৌকা মার্কাকে বিজয়ের লক্ষ্যে একযোগে কাজ করার প্রতিশ্রুতি গ্রহণ করেন।