ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

নৌকার প্রার্থী ননী গোপাল মন্ডলকে জয়যুক্ত করতে একযোগে কাজ করতে হবে

✒ এস এম জাকারিয়া ইসলাম ও মহিদুল ইসলাম(শাহীন) খুলনা। প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৪:৪১ অপরাহ্ণ

নৌকার প্রার্থী ননী গোপাল মন্ডলকে জয়যুক্ত করতে একযোগে কাজ করতে হবে – শেখ হারুনুর রশীদ এস এম জাকারিয়া ইসলাম ও মহিদুল ইসলাম(শাহীন) খুলনা। খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক বিরোধীদলীয় হুইপ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ বলেছেন, আওয়ামীলীগ মনোনয়ন বোর্ড যাকে মনোনয়ন দিয়েছে আমাদের দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে সকল গ্ৰুপিংয়ের উদ্ধে থেকে নৌকার পক্ষে কাজ করে বিপুল ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে আনতে হবে ।ননী গোপাল মন্ডল জয়যুক্ত হলে আওয়ামীলীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয় হবে এবং আওয়ামীলীগ আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। সে জন্য কারো প্রতি কারো বিভেদ নয় সেই মন নিয়ে সকলে মিলে মিশে কাজ করতে হবে । আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ভালো থাকে। অভাব-অনটন দুর হয়,মানুষ শান্তিতে থাকে। তিনি গতকাল বুধবার বিকালে স্হানীয় পরিষদ অডিটরিয়ামে খুলনা-১ আসনে আওয়ামীলীগ দলীয় নৌকার প্রতীকের প্রার্থী ননী গোপাল মন্ডল’র পক্ষে বটিয়াঘাটা উপজেলা আ’লীগের আয়োজনে এক বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সন্মানিত অতিথি ছিলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি এ্যাড. নিমাই চন্দ্র রায়, আইন বিষয়ক সম্পাদক এ্যাড.নব কুমার চক্রবর্তী , সদস্য মনোরন্জন মন্ডল,চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস,দাকোপ আ’লীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন,সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, দাকোপ আ’লীগনেতা আব্দুল কাদের,এ্যাড.মোঃ কামরুল ইসলাম । উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক দিলীপ হালদার ও যুগ্ম-সাধারণ সম্পাদক পলাশ রায়’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগনেতা নারায়ন চন্দ্র সরকার, মোঃ মশিবুর রহমান, মোল্লা মিজানুর রহমান বাবু, মীর মোহাম্মদ আলী, ইউপি চেয়ারম্যান যথাক্রমে বিধান রায়,পল্লব বিশ্বাস রিটু, মোঃ ওবায়দুল শেখ, যুবরাজ শেখ,মিহির কান্তি মন্ডল,জিএম মিলন,জাকির হোসেন,আ’লীগ নেতা গোবিন্দ মল্লিক,ধীরাজ মন্ডল,সুবীর মল্লিক,বিপ্লব মল্লিক,অনুপম মন্ডল, অনুপম বিশ্বাস,সাবেক সাংসদ তনয় দ্বীপ্ত মন্ডল,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন ইমু, কৃষকলীগ নেতা মোস্তাফিজুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানুর রহমান মিজান, ছাত্রলীগ নেতা আমিরুল মোমিনুল রানা,মিন্টু হালদার, ইসমাইল হোসেন প্রমূখ ।