ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

কলারোয়ায় আমনের ২০২৩-২৪ মৌসুমের ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন

✒ সেলিম খান সাতক্ষীরা জেলা প্রতিনিধি : প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ২:১৪ অপরাহ্ণ

কলারোয়ায় আমনের ২০২৩-২৪ মৌসুমের ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন । সাতক্ষীরার কলারোয়া অভ্যন্তরীণ আমনের২০২৩-২৪ মৌসুমের ধান ও চাল সংরক্ষণের শুভ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১ টায় কলারোয়া উপজেলা খাদ্য গোডাউনে অভ্যন্তরীণ আমনের মৌসুমের ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার কৃষা রায়। চলতি মৌসুমে সরকার প্রতি কেজি চাল কিনবে ৪৪ টাকা ও কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান সংগ্রহ করবে ৩০ টাকা করে। এবিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আশরাফুজ্জামান সাংবাদিকদের জানান চলতি বছরে ১৯২ জন কৃষক ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যাপের মাধ্যমে আবেদন করেছে। এ মৌসুমী ১৯২ জন কৃষক সহ এর আগে যেসকল আবেদন রয়েছে। তাদের মধ্যে একটি লটারি করা হবে লটারির মাধ্যমে জানিয়ে দেয়া হবে এবার কতটা ধান সংগ্রহ করা হবে বলে সাংবাদিকদের জানান উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা। উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন কলারোয়া কৃষি কর্মকর্তা শুভঙ্কর রায় দাস, (ওসি) এলএসডি মমতাজ পারভিন,কৃষক প্রতিনিধি আতিয়ার রহমান,মিল মালিক আব্দুল হাকিম সাইদুল রহমান সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন