ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

শিক্ষক হচ্ছে দেশ ও জাতির অমূল্য মানবসম্পদ এপি মোস্তাফিজুর রহমান

অনলাইন ডেস্ক ।। প্রকাশিত: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৫:০৯ অপরাহ্ণ

মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

Teaching is a noble profession অর্থাৎ শিক্ষকতা হলো মহান বৃত্তি।যার জীবনে এ বৃত্তির সাথে সংশ্লিষ্ট হওয়ার সুযোগ এসেছে তাকে শেখার মনোবৃত্তি নিয়ে পাঠদান করতে হবে। এখানে চাওয়া পাওয়া কিংবা স্বার্থের বিনিময়ে বিদ্যাদানকার্য কাম্য নয়।প্রকৃত শিক্ষায় দক্ষ শিক্ষকের সেবামূলক ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে হবে। প্রশিক্ষনের মাধ্যমে শিক্ষকের জ্ঞানদক্ষতার উন্নয়ন সাধিত হয়। শিক্ষকতা পেশায় প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতার উন্নয়ন ঘটানো অপরিহার্য।শিক্ষকের প্রশিক্ষণের প্রতি গুরুত্বারোপ করে শিক্ষাবিদ মার্গারেট বলেছেন, শিক্ষকের অনবরতই প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। তাঁর ভাষায় শিক্ষকের অবিরাম প্রশিক্ষণ প্রয়োজন।
শিক্ষক হচ্ছে তথ্য ও জ্ঞানের উৎস। তাই তাকে প্রতিনিয়ত অজানাকে জানার স্পৃহা নিয়ে জ্ঞানরাজ্যে প্রবেশ করে নতুন নতুন তথ্য তার জ্ঞান ভান্ডারে সংযোজন করতে হবে। শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১১.০০ ঘটিকায় শাজাহানপুর উপজেলার আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল জিটাল ল্যাবে শিক্ষকদের আইসিটি রিটারেসি,ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেনেন্স বিষয়ক প্রশিক্ষনের সমাপনি অনুষ্ঠানে সহকারী প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান উপরোক্ত বক্তব্য রাখেন । তিনি আরো বলেন, পেশাগত দক্ষতা অর্জন এবং সেই দক্ষতার বাস্তব জীবনে যথাযথ বাস্তবায়ন একজন মানুষকে নিয়ে যেতে পারে সফলতার দ্বারপ্রান্তে। প্রযুক্তির শিক্ষার ও দক্ষতা বর্তমান সময়ের অন্যতম চাহিদা। বর্তমান সময়ে যে কোন পেশাতেই সফল হতে হলে পেশাগত দক্ষতার পাশাপাশি প্রযুক্তি দক্ষতারও কোন বিকল্প নেই। প্রশিক্ষক মোঃ আতিকুর রহমান বলেন, শিক্ষকতাও অন্যান্যে চাকুরীর মতই, তাই স্বপদে পেশাগত উন্নয়নে জন্য শিক্ষকদেরও প্রশিক্ষনের প্রয়োজন। একজন প্রশিক্ষিত শিক্ষক মানুষ গড়ার কারিগড় হিসাবে ভুমিকা রাখতে পারে।সাধারণত দুটি উপায়ে আমরা জ্ঞান ও দক্ষতা লাভ করে থাকি। তার একটি হলো শিক্ষা আর অন্যটি প্রশিক্ষণ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর বগুড়ার শাজাহানপুর উপজেলার আয়োজনে ১০ দিন ব্যাপি শিক্ষক প্রশিক্ষনে শাজাহানপুর ও ধনুট উপজেলার শেখ রাসেল ল্যাবপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষক প্রশিক্ষন গ্রহন করেন। প্রশিক্ষনার্থীদৈর মধ্য বক্তব্য রাখেন জোড়া নাজমুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ এইচ এম শহীদুল ইসলাম,ফুলকোট নবোদয় কারিগরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজুমান আরা, রাঙ্গামাটি আবুল হোসেন জহুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জালাল উদ্দিন মোল্ল্যা, বারআঞ্জল দাখিল মাদ্রাসার সহকারী মৌলভি সাইফুল ইসলাম, কোর্স সমন্নয়কারী এনামুল হক প্রমূখ।