ঢাকা রবিবার ২০শে এপ্রিল, ২০২৫
খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের মহান শহিদ বুদ্ধিজীবি ও বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত । খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ ই ডিসেম্বর মহান শহিদ বুদ্ধি জীবি দিবস ও ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ই ডিসেম্বর বুধবার সকল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, অতিথি হিসেবে বক্তব্য দেন দাকোপ উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, দাকোপ থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দক্ত, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, পানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, দাকোপ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা প্রজিৎ রায় উপজেলা আর সি ইন্সপেক্টর মোসলেম উদ্দিন, উপজেলা আনসার ভিডিপির সহকারী কর্মকর্তা মোঃ রাকিব উদ্দিন, উপজেলা তথ্য অফিসার, চালনা এম এম কলেজ অধক্ষ্য অসীম কুমার থান্দার, বীরমুক্তিযোদ্দা অহেদ আলী, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজা, সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, সাংবাদিক মোঃ শামীম হোসেন, জাকির হোসেন, প্রধান শিক্ষক চিন্ময় বিশ্বাস, প্রশান্ত কুমার মন্ডল, সহ বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী গন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :