ঢাকা শনিবার ১৯শে এপ্রিল, ২০২৫

ঢাকা শনিবার ১৯শে এপ্রিল, ২০২৫

কিশোরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল‍্যে ধান বীজ ও সার বিতরণ

✒ দৈনিক কলম যোদ্ধা-যেখানে অপরাধ, সেখানেই কলম যোদ্ধা প্রকাশিত: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ১:৫১ অপরাহ্ণ

মোঃ দেলোয়ার হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ নীলফামারীর কিশোরগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় ৬ হাজার ১ শত কৃষকের মাঝে বিনামূল‍্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি অফিস আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী’র সভাপতিত্বে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নীলফামারী ডঃ এস এম সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাজরিনা ইয়াসমিন প্রমূখ।

কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ, উচ্চ ফলনশীল (উফশী) বীজ ধান ও সার বিনামূল‍্যে বিতরণ করা হয়েছে।

এর মধ‍্যে ৩ হাজার কৃষককে প্রতি বিঘা জমির জন্য উচ্চ ফলনশীল (হাইব্রিড) জাতের ২ কেজি ধান এবং ৩ হাজার ১ শত কৃষকের মাঝে উফশী জাতের ৫ কেজি বীজ ধান, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।