ঢাকা শনিবার ১৯শে এপ্রিল, ২০২৫

ঢাকা শনিবার ১৯শে এপ্রিল, ২০২৫

চৌধুরী নুপুর নাহার তাজ, দিনাজপুর

খানসামায় পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

✒ চৌধুরী নুপুর নাহার তাজ, দিনাজপুর প্রকাশিত: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ১১:২২ অপরাহ্ণ

চৌধুরী নুপুর নাহার তাজ, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের খানসামায় উন্নত প্রযুক্তিতে পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে ৭৫ জন প্রান্তিক পাটচাষী অংশ গ্রহণ করেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে দিনব্যাপী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিনের সভাপতিত্বে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার, সহকারী পরিচালক মোশাররফ হোসেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা জাফর ইকবাল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবা আক্তার, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা প্রমুখ।