ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

কালুখালীতে ট্রেনে কাটা পরে মৃত ২

মোঃ ইমদাদুল হক রানাঃ প্রকাশিত: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ৩:৩০ অপরাহ্ণ

কালুখালীতে ট্রেনে কাটা পরে মৃত ২ । রাজবাড়ীর কালুখালীতে ট্রেনে কাটা পড়ে ভ্যানচালক ও আরোহীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার ৪ ডিসেম্বর সকাল সাড়ে ৯:৩০টার দিকে উপজেলার সুর্যদিয়া রেল ক্রসিং এলাকায় এ দুঘর্টনা ঘটে। নিহতরা হলেন- কালুখালী উপজেলার কামিয়া গ্রামের মৃত দৌত খাঁর ছেলে খয়ের খাঁ (৬০) ও অপরজনের পরিচয় এখনো মেলেনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বঙ্গমাতা দ্রুত গামী এক্সপ্রেস কালুখালী উপজেলার সুর্যদিয়া রেল ক্রসিংয়ে পৌঁছালে অসাবধানতায় ভ্যানচালক রেল ক্রসিং করতে যয়ে ট্রেনের সাথে সংঘর্ষ হয়।ব্যাটারি চালিত অটো ভ্যান চালক ও ভ্যানে থাকা যাত্রী রেলক্রসিং- এ ট্রেনে কাটা পড়েন এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।ভ্যান টি দুমড়েমুচড়ে রেলের পাশে ছিটকে পরে। খবর পেয়ে কালুখালী ফায়ার সার্ভিস ও রাজবাড়ী জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। এলাকাবাসীসুত্রে জানা যায় , সুর্যদিয়া অরক্ষিত রেল ক্রসিংয়ে কোনো লোক না থাকায় প্রায়ই দুঘর্টনা ঘটছে। ইতিপূর্বেও এখানে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বলেন, দুজন ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। পুলিশ ফোর্স ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছেন। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।