ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

শৈহ্লাচিং মারমা বান্দরবানঃ

বান্দরবান সদরে এক মাদক ব্যবসায়িকে আটক

✒ শৈহ্লাচিং মারমা বান্দরবানঃ প্রকাশিত: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ২:১০ পূর্বাহ্ণ

শৈহ্লাচিং মারমা বান্দরবানঃ

বান্দরবানের ২পিবিএন অভিযান চালিয়ে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত আসামীর নাম- মোঃ রুবেল ওরফে আলামিন (৩৪)। সে পটুয়াখালীর দশমিনা থানার বাঁশবাড়িয়া (মীরা বাড়ি) ৮নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ ইউনুছ মৃধার ছেলে। বতর্মান ঠিকানা বান্দরবান পৌরসভার ৭নং ওয়ার্ডের এ/পি আর্মী পাড়া। রোববার সকালে এপিবিএন সংশ্লিষ্টরা একথা জানিয়েছেন।

সূত্র জানায়, গত শনিবার (২ ডিসেম্বর) রাত ৮টায় সদর উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে পাকা রাস্তায় এক মাদক ব্যবসায়িকে আটক করা হয়।

অভিযানকালে ধৃত আসামির হতে ৩ (তিন) কেজি ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গুল্মজাতীয় গাঁজা উদ্ধার করে উদ্ধারকৃত আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। এপিবিএন বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর সার্বিক দিক নির্দেশনায় এএসআই মোঃ রবিউল করিম সিকদার ও সঙ্গীয় অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান সদর থানার কানা পাড়া এলাকায় পরিচালনা করেচেন বলে এপিবিেনের সংশ্লিষ্টরা জানিয়েছে।

এ বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে বান্দরবান সদর থানার মামলা নং-০৩, তারিখঃ ০২/১২/২৩খ্রিঃ মূলে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ক্রমিক ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়।