ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
ভবদিশ চন্দ্র, জলঢাকা (নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় ৪০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতার মাদক কারবারিরা হলেন- মোহাম্মদ সামিনুর ইসলাম ও মোঃ মাহবুবার রহমান।উভয়ের বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলায়।
অভিযানে তাদের কাছ থেকে ৪০০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল যাহার মূল্য অনুমান ১০০০০০০/= (দশলক্ষ) টাকা ও ফেন্সিডিল পরিবহনের কাজে ব্যবহৃত পিকাপটি জব্দ করা হয়।
শুক্রবার (২২ শে সেপ্টেম্বর) বিকেলে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোঃ মুক্তারুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান,গোপন তথ্যের ভিত্তিতে জলঢাকা থানার একটি অভিযানিক টীম আজ গভীর রাতে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চন্ডী বাবুর সর্বজনীন দুর্গা ও হরি মন্দির এর সামনে হাতীবান্ধা হইতে জলঢাকা গামী একটি পিকআপ আটক করে।পরে পিকাপের বডি হতে ৪০০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিলসহ তাদের কে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় উক্ত আসামিদের বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং ২৮(৯)২৩ ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(বি) রুজু করা হয়।
আপনার মতামত লিখুন :