ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫
স্ত্রীঃ শোনো, আজ রাত্রে আমি রান্না করছিনা, বাইরে খাবো। ☺
স্বামী: কোন রেস্টুরেন্টে ?
স্ত্রী: না আজ ফাইভ স্টার এ যাবো।
স্বামী: (কিছুক্ষণ চুপ থাকার পর) 🤔 আচ্ছা।
__সন্ধ্যায় গাড়িতে করে যেতে যেতে …
স্বামী: আজকাল ফুচকা ওয়ালার সংখ্যা এ রাস্তায় বেশ বেড়েছে। জানো একবার আমি বন্ধুদের সঙ্গে বাজি রেখে ৩০ টা ফুচকা খেয়েছিলাম, আর বাজি জিতে গেছিলাম !
স্ত্রী: এ আর এমন কী বাহাদুরি !
স্বামী: বাহাদুরিই তো ! আমাকে আজ পর্যন্ত ফুচকা খাওয়ায় কেউ হারাতে পারেনি।
স্ত্রী: তোমাকে আমি ই হারাতে পারি।
স্বামী: তুমি ! 😱 তুমি তো গোটা বিশেক বড়জোর পারবে ‘ তারপরই হাঃ হাঃ হাঃ
স্ত্রী: হয়ে যাক চ্যালেঞ্জ। দাঁড় করাও গাড়ি, এক্ষুণি 🤠
স্বামী ৩০ টা ফুচকা খেয়ে মস্ত এক ঢেঁকুর তুলে খাওয়া বন্ধ করে দিল। পেট তো স্ত্রীরও ভরে গেছিলো, তবুও আরো একটা ফুচকা খেয়ে নিয়েই স্ত্রী আনন্দে চেঁচিয়ে উঠলেন, জিতে গেছি ৷
স্বামী বিরাট হেসে হার স্বীকার করে নিলেন। কারণ 🙃
বিল এসেছিল ৩২০ টাকা আর স্ত্রীর পেট ততক্ষনে টইটুম্বুর ৷ বেচে গেল স্বামীর ফাইভ স্টার এর বিল 🥱
আপনার মতামত লিখুন :