ঢাকা শনিবার ১৯শে এপ্রিল, ২০২৫

ঢাকা শনিবার ১৯শে এপ্রিল, ২০২৫

পাটগ্রামে হাতীবান্ধা ইউসিবি ব্যাংকের উদ্যোগে কৃষি উদ্যোক্তাদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

হাসিবুল ইসলাম, লালমনিরহাট : প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৪:১৩ অপরাহ্ণ

পাটগ্রামে হাতীবান্ধা ইউসিবি ব্যাংকের উদ্যোগে কৃষি উদ্যোক্তাদের মাঝে কৃষি উপকরণ বিতরণ । লালমনিরহাটের পাটগ্রামে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তাদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি(ইউসিবি) হাতীবান্ধা শাখার উদ্যোগে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ৬০ জন উদ্যোক্তার মাঝে উন্নত মানের ভুট্টা বীজ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। বুধবার (২৩নভেম্বর) বিকেলে পাটগ্রাম ইসলামী আদর্শ বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তাদের হাতে এ সব কৃষি উপকরণ বিতরণ করেন ইউসিবি ব্যাংক হাতীবান্ধা শাখার ব্যবস্থাপক আহসানুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংক হাতীবান্ধা শাখার (বিডিই) রায়হান হোসেন রনি প্রমুখ। বাংলাদেশ ব্যাংকের নিদর্শনা মোতাবেক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি(ইউসিবি) হাতীবান্ধা শাখার উদ্যোগে সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষি খাতে সহায়তা দেয়ার জন্য এগ্রো-সিএসআর প্রকল্প ২০২৩ ‘ভরসার নতুন জানালা ‘প্রকল্পের আওতায় এ সকল কৃষি উপকরণ বিতরণ করা হয়। ইউসিবি ব্যাংক হাতীবান্ধা শাখার ব্যবস্থাপক আহসানুজ্জামান বলেন,’ পাটগ্রাম উপজেলার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ৬০ জন উদ্যোক্তার মাঝে ৯ লাখ টাকার ভুট্টার বীজ, ইলেকট্রনিক পাম্প, শ্যালো মেশিনসহ বিভিন্ন প্রকার কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। এ সকল কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠানকে উপকরণ মূল্য ব্যাংক পে- অর্ডারের মাধ্যমে প্রদান করা হয়।’