ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ঘোলমালিকা দিঘির পাড়েই সরকারী ঘরে ভিতরে মাদক সেবন

লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি: প্রকাশিত: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৯:৩২ পূর্বাহ্ণ

চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ঘোলমালিকা দিঘির পাড়েই সরকারী ঘরে ভিতরে মাদক সেবন করেন।  কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ঘোলমানিকা দিঘির পাড়েই সরকারী ঘরে ভিতরে অসামাজিক কার্যকলাপে সহ বিভিন্নরকম মাদক সেবন করে থাকে। তাই বাংলাদেশ আশ্রয়ন প্রকল্পের পরিচালক এবং সংশ্লিষ্ট চৌদ্দগ্রাম থানা আশ্রয়ন প্রকল্পের পরিচালক বৃন্দের দৃষ্টি আকর্ষণ করিতেছি যে বাতিসা ঘোলমানিকা দিঘি পারে কর্তৃক মজিব শতবর্ষ উপলক্ষে সরকারি আশ্রয়ন প্রকল্পের যে সকল গৃহহীন ব্যক্তিদের মধ্যে সরকারি ঘরগুলো প্রদান করেছেন সে গুলোর বর্তমান অবস্থা তুলে ধরা হলো, সরজমিনে উক্ত ছবি তোলার সময় ১৫ টি ঘরের মধ্যে তিনটি পরিবার স্থায়ীভাবে বসবাস করিতেছে। এমতাবস্থায় কালিকাপুর গ্রামটি এমনিতেই সীমান্তবর্তী হওয়ার কারণে মাদকের সহ স্বর্গরাজ্য হয়ে উঠেছে এরই মাঝে পরিলক্ষিত হয় যে সে আশ্রয়ন প্রকল্পের সেই ঘরগুলোকে তারা মাদক সেবন সহ বিভিন্ন নারী গঠিত অ নৈতিক কর্মকান্ডের স্থায়ী নিবাস হয়ে গেছে তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অকুল আবেদন উক্ত সরকারি উপহার-ঘর গুলো পূর্ণ মূল্যায়ন করে এবং যারা ঘরগুলো পেয়েছে তাদেরকে তাদের ঘরে থাকার জন্য জাতীয় সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়।।।